আপনি বাংলা গানের গীতিকবিতার মূলপাতায় আছেন। পাশের বিভাগগুলো থেকে আপনার পছন্দসই স্থানে গিয়ে উপভোগ করুন বাংলা গানের গীতিকাব্য বা lyrics। আপনার কোন মন্তব্য থাকলে উপরের মন্তব্য কেন্দ্রতে মতামত দিন। কোন প্রকার প্রশ্ন, পরামর্শ-সমালোচনা, প্রস্তাবও সেখানে দিতে পারবেন। আপনার সুচিন্তিত মন্তব্য আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব। আশা করছি এই ব্লগ সাইটটি আপনার উপকারে আসবে। যদি এই ব্লগ আপনার ভালো লাগে তাহলে এটিকে আপনার বন্ধু-বান্ধবদের কাছেও জানিয়ে দিন অথবা নিচে পেপালের মাধ্যমে আমাদের এই প্রচেষ্টায় সহায়তা করুন। অনলাইনে বাংলা গানের বিস্তারে আপনিও এগিয়ে আসুন…

আর ওয়ার্ডপ্রেসের নতুন ফীচারের কল্যাণে আমরা আপনাদেরকে জরিপ করতে চাই আমাদের সাইট সম্পর্কে:

আমরা সাইটটির উন্নতির স্বার্থে আপনাদের অনুদানের জন্য আবেদন করছি। আপনি বা আপনারা যদি আমাদের এই প্রচেষ্টায় সাহায্য করতে চান তাহলে অনুগ্রহপূর্বক আমাদেরকে পেপালের মাধ্যমে সহায়তা করুন। আমরা একটি ডোমেইন কেনার পরিকল্পনা করছি।

32 Responses to “মূলপাতা”

  1. লিপন গোষ Says:

    দাদা সাইটটা খুবই ভাল হয়েছে, চালিয়ে যান।

  2. ppdj Says:

    ধন্যবাদ লিপন দাদা আপনার আমাদের প্রতি সমর্থনের জন্য।

  3. Abdul Haque Says:

    খুব সুন্দর সাইট। গান গুলা খুব সুন্দর। শুভ কামনা।

  4. ppdj Says:

    ধন্যবাদ আব্দুল হক সাহেব আপনাকেও আপনার সুন্দর মন্তব্যের জন্য।

  5. Kausik Ghatak Says:

    I never knew that this kind of site exists and in such a beautiful apearance. My best wishes for all of them who maintain this site. This is an wonderful effort that we should appreciate.
    I wish this will reach to larger audiance and will be very successful.

  6. Kana Says:

    গানের সাথে যদি গানটির গীতিকার, সুরকার এবং মূল গায়ক/গায়িকার নাম যুক্ত করা যায়; খুবই ভালো একটি কাজ হবে নিঃসন্দেহে… বিশেষ করে পুরোনো আধুনিক গানগুলোর গীতিকার সুরকারের নাম…

    এধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই…


  7. আমাদের আরো নতুন নতুন প্রদর্শকদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুচিন্তিত মতামতের জন্য। আমরা চেষ্টা করি যতটা সম্ভব সুরকার, গীতিকারদের নাম উল্লেখ করার। যেগুলো আমরা সংগ্রহ করতে পারি সেগুলোই দেই এখানে। কেউ যদি সুরকার, গীতিকারদের নাম সংগ্রহে আমাদের সাহায্য করেন, তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হই।
    ধন্যবাদ

  8. তমাল Says:

    ধন্যবাদ আপনার একটা ভালো কমেন্টের জন্য।

  9. BBT Says:

    ব্লগটির উদ্দেশ্য ভাল, কাজটাও দারুণ এগোচ্ছে। keep it going.

    http://banglablogtips.blogspot.com


  10. চমৎকৃত 🙂
    আমার খুবি ভাল লেগেছে… প্রয়োজন মনে করলেই একটু ঢু মেরে যাবে ভাবছি… আর তাই বুকমার্ক করে রাখলাম…

    সাইটের পেছনের মানুষদের অনেক অনেক ধন্যবাদ।

  11. তমাল Says:

    ধন্যবাদ টুটুল ভাই। আমি একজন এই সাইটের পেছনে আছি। আমরা এই সাইট থেকে নতুন একটি সাইটে পুরো গানগুলো মুভ করছি। আপনি সেটাও দেখতে পারবেন এখানেঃ http://geetikobita.co.cc/

    সেখানে গিয়ে আশা করছি আপনাদের আরো মন্তব্য পাবো।

  12. এ. সাঈদ চৌধুরী Says:

    নেট ঘেটে এই সাইটটির দেখা পেলাম। ভালই লাগলো। কিন্তু একটি জিনিস ভেবে দেখা উচিত বলে আমি মনে করি, আমাদের দেশের পুরানো দিনের সিনেমার গানগুলো কিন্তু খুবই শ্রুতিমধুর। কিন্তু এখানে সে গানগুলোর দেখা পেলাম না। আর গান খোজার মাধ্যম কয়েক রকমের হওয়া উচিৎ বলে আমি মনে করি, যেমন শিল্পীর নাম দিয়ে। বিষয়গুলো একটু ভেবে দেখবেন আশা করি। ধন্যবাদ।


  13. @এ. সাঈদ চৌধুরী,
    পুরোনো দিনের কিছু বাংলা সিনেমার গান দিয়েছি। আপনি একটু ভালো করে ঘেটে দেখলেই আশা করছি পাবেন। ভবিষ্যতে আরো দেয়ার চেষ্টা করব।
    শিল্পীর নাম দিয়েও গান খোঁজার ব্যবস্থা করার প্ল্যান আছে। কিন্তু তার জন্য পুরো ডাটাবেসকে পরিবর্তন করতে হবে। আর এর জন্য বেশ সময়ের প্রয়োজন। যদি সময়, সুযোগ এবং সাহায্যের হাত এগিয়ে আসে তাহলে অবশ্যই এই ব্যবস্থা যুক্ত করা হবে।

  14. Rony Says:

    খুব সুন্দর সাইট। গান গুলা খুব সুন্দর। শুভ কামনা।


  15. দত্ত দা চমৎকার লাগল।আপনার ২টা সাইট দেখলাম ২টাই বেশ চমৎকার।

  16. zubair Says:

    islami song like naat e rasul is not found

    also nazrul’s islami songs are absent.

    please put islami songs like naat-e-rasul


  17. আমরা যথাসাধ্য চেষ্টা করি বিভিন্ন ধরনের গান দিয়ে আমাদের সংগ্রহশালাকে বড় করতে। আমরা খুঁজে যদি নজরুলের কিছু ইসলামী গান পাই, তাহলে অবশ্যই দেব।
    ধন্যবাদ

  18. মিরাজ Says:

    khub valo laglo site ta.
    accha miles er ‘aj jonmodin tomar’ gantar lyric ‘band songit’ category te ki upload kora jae?
    gantar lyric khujtesi but paitesi na.
    upload korle upokrito hotam.


  19. গানটা সংগ্রহ করে সাইটে যোগ করা হবে।
    ধন্যবাদ মিরাজ ভাইকে।

  20. mahmood2688 Says:

    খুব সুন্দর সাইট।
    কিছু ইসলামী গান পাোয়া যাবে এই সাইটে
    http://islamisonglyrics.blogspot.com


  21. আপনার সাইটটি আমার খুবই ভালো লেগেছে।

  22. শাওন Says:

    darun hoyeche site ta…. Keep it up bhai…

  23. Liana Islam Says:

    Assalamualaikum,

    I am very happy to see a website dedicated to Bangla lyrics. Keep up the good work. I’ve just one comment to make. Please take it seriously. Is it possible to enlarge the Bangla fonts a little. They are not reader-friendly.

    Good luck and Allah Hafiz.


  24. Well, thanks for your comment. If you can’t view the fonts large enough, maybe try pressing Ctrl++ to enlarge the font size. Usually, the standard Bangla fonts are about this size. I would urge you using Mozilla Firefox to view this site.

  25. ocheen Says:

    সুন্দর সাইট. অভিনন্দন

  26. Abdul Haque Says:

    কোকিলার সুরের খুঁজে আপনার সাইটে আসলাম।

    অনেক কষ্ট করেছেন নিশ্চয়ই।

    শুভ কামনা রইল।

  27. SOURAV KHAN Says:

    WELL LIANA ISLAM PRESS CTRL+ TO ENLARGE THE FONT.UPLOAD UR LYRICS.

  28. Ariyan rockzzzz Says:

    Apanader site ki kuno rock band er gaan nei ami asha kori next a rock songs er lyrics paabo like Artcell , Black , Shunno Aurthohin, Nemesis , Tahsan , Shironamhin ,


  29. ব্যান্ডের গান তেমন এখনো দেয়া হয়নি। আশা করছি সামনের দিনগুলোতে দিব।
    ধন্যবাদ মন্তব্যের জন্য

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে।