আপনার পরামর্শ-সমালোচনা, প্রশ্ন, বা প্রস্তাব নিচে মন্তব্য আকারে দিন।
Headlines
পৃষ্ঠা
ক্যাটাগরিসমূহ
-
সাম্প্রতিক গানসমূহ
সেরা পোস্টসমূহ
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মন আমার দেহ প্রকাশনায় রুবেল খুঁজবনা প্রকাশনায় Md Mustafa Alam মোরা একটি ফুলকে প্রকাশনায় ARS সব জায়গায় নাম বল… এই মন তোমাকে দিলাম প্রকাশনায় অমল মির্জা ঐ ঝিনুক ফোঁটা প্রকাশনায় Tithi Susmita ট্যাগসমূহ
প্রিয় লিংকসমূহ
ব্লগ কর্ণধার
আর্কাইভস
দিনপঞ্জি
ডিসেম্বর 2019 সোম ম বুধ বৃহ. শু. শনি রবি « নভে. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 সাম্প্রতিক প্রদর্শনকারীদের দেশ
সাম্প্রতিক প্রদর্শনকারীগণ
পরিসংখ্যান
প্রদর্শনকারীদের অবস্থাণ
প্রদর্শিত হয়েছে
- 931,975 বার
%d bloggers like this:
মে 21, 2010 at 8:18 অপরাহ্ন
অপূর্ব একটি সাইট। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন । গানের কথার সাথে সাথে গানের এম্পিথ্রি ফাইল কি সংযুক্ত করা যায়? বা এম্পিথ্রির লিংক যেখানে যেয়ে গানটি ও শুনতে পারবো?
জুন 7, 2010 at 7:43 অপরাহ্ন
আমরা আসলে মূল গান লিরিক্সের ওয়েবপেইজে দিয়ে কপিরাইট সংক্রান্ত সমস্যায় পড়তে চাই না। তাই এমপিথ্রী জাতীয় জিনিস লিরিক্সের এই সাইটে দিচ্ছি না।
খুব শীঘ্রই হয়ত আমরা আরেকটি সিস্টার ব্লগসাইট খুলব যাতে এম্বেডেড এমপিথ্রী গান থাকবে।
জুলাই 20, 2010 at 7:38 পুর্বাহ্ন
Nice archive.
অক্টোবর 25, 2010 at 4:55 পুর্বাহ্ন
Khub valo laglo …tobe gann er sonkha khub e simito, ebong bortoman projonmer gaan nai bollei chole… R nochketar o dactar, ebong nilanjona gan dutu pele khusi hotam.
অক্টোবর 25, 2010 at 9:42 অপরাহ্ন
নতুন প্রজন্মের যেসব গানের কথা বলছেন সেসব আসলে এই কারণে এখনো দেয়া হয়নি কারণ ওসব গান গুগল সার্চ করলে যে কেউ পেতে পারে; বর্তমানে এসব নতুন প্রজন্মের গানের লিরিক্সের ওয়েবসাইটের সংখ্যা কম না; তুলনামূলকভাবে পুরনো দিনের বাংলা কিংবা দেশাত্মবোধক, নজরুল এসব গানের লিরিক্সের সাইট হাতে গোনা কয়েকটা হবে; সুতরাং এই কারনেই আমরা নতুন প্রজন্মের বর্তমান সময়ের গান তেমন বেশি দেইনি.
আর নচিকেতার গানগুলোর কথা মনে থাকবে; সামনেরবার অবশ্যই দেয়া হবে.
এপ্রিল 8, 2011 at 10:52 পুর্বাহ্ন
Hello
It is an unbelievable site. Thank you very much for such a vast collection. What you have done is really praiseworthy.
Best wishes.
Jahid
অক্টোবর 26, 2011 at 1:01 অপরাহ্ন
বাংলা লিরিক এর জন্য আলাদা ভাবে কোন সার্চ দেই নি কখনও। ভেবেছিলাম এরকম সাইট নেই, কিন্তু একবার গুগল সার্চে এই সাইটের লিংকটা পেয়ে ভিসিট করতে আসলাম। অনেক ভাল লাগল সাইটটা। পুরোনো দিনের গানের লিরিক গুলো আসলেই অনেক গভীর।
ধন্যবাদ এরকম একটা সাইট পরিচালনার জন্য।
ডিসেম্বর 10, 2011 at 2:54 পুর্বাহ্ন
দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে ?
বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে
জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে,
ছাই হয়ে সে নিভবে যখন জ্বলবে না আর কভু তবে
এড়িয়ে তাঁরে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর
দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর
মরতে মরতে মরণটারে শেষ ক’রে দে একেবারে,
তারপরে সেই জীবন এসে আপন আসন আপনি তোলবে
*******************************************
শুধু এ গানটি-ই আমাকে গভীর সাগরের অন্ধকারতলা থেকে তুলে এনেছে।শক্তি,পরমশক্তি হৃদয়ে দিয়ে ঘুরে দাঁড় করিয়ে আজ আমাকে
ফেব্রুয়ারি 10, 2012 at 11:16 পুর্বাহ্ন
শুরুতেই বলে নেই আমার উদ্দেশ্য গঠন মূলক সমালোচনা। আমি বাউল গানের আশেকান। তাই বাউলগান ট্যাগটিতেই প্রথম গেলাম এবং এই বিভাগের জন্য আমার পরামর্শ শুধু নয় দাবী হলো যে প্রতিটি গানের শুরুতেই গানটির গিতিকার ও সুরকার বাউলের নাম দেবেন। কারণ শুধু মাত্র মহান মরমী বাউলদের নামের প্রতি উদাসীনতার কারণেই আজ এমন পরিস্থিতি যে অধিকাংশ বাউল গানের চর্চা তো করা হয় এমন কি সিডি ও করা হয় রিমিক্সএর সাজে কিন্তু সেখানেও মূল বাউলের কোন নামই থাকেনা বরং লিখে যে গানের কথা ও সুর সংগ্রহ যা আমার কাছে মারাত্মক ভুল। আপনারাও দেখলাম যে গানটি গেয়েছেন কে তার নামই শুধু ব্যবহার করেছেন যা উচিত নয়। শিল্পীর নামের পাশাপাশি অবশ্যই মূল বাউলের নাম প্রকাশ করে তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব। আর প্রকাশিত গানের প্রথমটিতে যে গানটি রয়েছে মানুষ ধর মানুষ ভজ এটি আমার প্রিয় একটি গান। এখানেও কিছু ভূল রয়েছে, তা হলো…. ;;কঠোরান = কঠোরা হবে।২. হায়াত মোর = হায়াত মওত(মৃত্যু) হবে। ৩. সময় থাকতে খুঁজতে পরান
নিকটেতে তাল সমন। = সময় থাকতে উঠরে ত্বরা (জলদি) নিকটেতে কালসমন (মৃত্যুর পরোয়ানা) হবে।৪. কালাসে খালাশ মেলে = তালাশে (খুজে) খালাশ মেলে হবে।৫. বেভেরসি দত্তিন বলেচমকিছে স্বর্ণের মতন = ভেবে রশিদউদ্দিন বলে চমকিছে স্বর্ণের মতন হবে। আর হা গানটির গিতিকার ও সুরকার হলেন সিলেটের মরমী সাধক বাউল কবি রশিদ উদ্দিন বয়াতী।আর বাউল গান সমূহে অনেক আঞ্চলিক বাক্য ব্যাবহৃত হয়ে থাকে যা আমাদের নতুন প্রজম্ন বুঝেনা তাই ঐ সকল বাক্য সমূহের অর্থ যদি শব্দার্থ বা টিকা আকারে মূল গানের শেষে যোগ করে দিতেন তাহলে নতুন প্রজম্ন বাউল গানের মর্মার্থ অনুধাবন সহজেই করতে পারতো। অনেক লিখে ফেললাম, সরি। সবশেষে আমি সাইটটির অনেক প্রচার কামনা করছি। ধন্যবাদ।
দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে ?
বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে
জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে,
ছাই হয়ে সে নিভবে যখন জ্বলবে না আর কভু তবে
এড়িয়ে তাঁরে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর
দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর
মরতে মরতে মরণটারে শেষ ক’রে দে একেবারে,
তারপরে সেই জীবন এসে আপন আসন আপনি তোলবে
এই গানটির কথাগুলো খুবই পছন্দ হয়েছে। যদি পারেন গানটির শিল্পি এ্যালবাম বা লিংক আমার মেইলে পাঠাবেন। কৃতজ্ঞ থাকবো।
ফেব্রুয়ারি 11, 2012 at 3:03 অপরাহ্ন
i have blog. about lyrics. i want to add my blog in ur site if u r agree. My blog name is http://lyricszzz.blogspot.com/.
ফেব্রুয়ারি 12, 2012 at 12:27 অপরাহ্ন
@মোহাম্মদ খালিদ হোসাইন
ধন্যবাদ আপনার গঠনমূলক পরামর্শ/দাবীর জন্য। আসলে আমরা যেসব গান সংগ্রহ করে গীতিকবিতাগুলো এখানে দিয়েছি সেগুলো হয় কোনো গানের গীতিকাব্যের বই থেকে নয় তো গানগুলো শুনে শুনে তার কথাগুলো লিখেছি। ফলে শোনার ক্ষেত্রে কিছু কিছু ভুল থাকা অস্বাভাবিক নয়। তবে এর জন্য আমরা ক্ষমা চাইছি। যতটা সম্ভব হয় শুদ্ধভাবেই লেখার চেষ্টা করি। বাকিটা অনিচ্ছাকৃত।
আর গীতিকার/সুরকার/শিল্পী সম্পর্কে যে দাবীটি করেছেন সে বিষয়ে বলব, যেসব গানের সম্পর্কে এইসব তথ্য জানা আছে (বই থেকে) সেগুলো লক্ষ্য করে দেখবেন উল্লেখ করা আছে। আর বেশীরভাগগুলোরই নেই। তার কারণ হলো সেগুলো শুনে শুনে লেখা হয়েছে যার ফলে সেগুলোর হয়ত শিল্পী জানা ছিল কিংবা তাও ছিল না। যতটুকু তথ্য ১০০% ভাবে জানা ছিল সেগুলোরই উল্লেখ করেছি যাতে করে ভুল কারো নাম উল্লেখ করা না হয়। আশা করছি বুঝতে পারছেন ব্যাপারটা।
আর যে গানটি শেষে চেয়েছেন সেটি একটি দুর্লভ রবীন্দ্র সংগীত। অনেক খুঁজেও যোগাড় করতে পারলাম না। মাথায় রাখব যদি পেয়ে যাই, অবশ্যই আপনাকে মেইলে পাঠাব।
ধন্যবাদ
ফেব্রুয়ারি 12, 2012 at 12:29 অপরাহ্ন
@Abu Rayhan
আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বোঝাতে চাইলেন যে আপনার ব্লগটি এইটির সাথে যুক্ত করবেন। আপনি কি চাচ্ছেন আপনারটির লিংক এই ব্লগের প্রিয় লিংকগুলোর মধ্যে দিতে? নাকি অন্য কিছু? খোলাসা করে বললে সুবিধা হতো।
ধন্যবাদ
ফেব্রুয়ারি 20, 2012 at 3:08 অপরাহ্ন
সালাম আপনাদের
স্বাগত এই অসামান্য উপহারের জন্য….
কৃতজ্ঞ থাকলাম….
নুরুল আমিন
চট্টগ্রাম।
মার্চ 23, 2012 at 7:11 পুর্বাহ্ন
আমি নজরুলের “প্রিয়, এমন রাত যেন যায়না বৃথায়”- এর গীতিকবিতা খুঁজছিলাম। কিন্তু পেলামনা।
মার্চ 24, 2012 at 10:44 পুর্বাহ্ন
গানটি সংযুক্ত করা হয়েছে।
এপ্রিল 16, 2012 at 3:54 অপরাহ্ন
আপনার সাইটটি অনেক সমৃদ্ধ, তবুও নতুন একটা সাইট বানিয়েছি। এরপর আপনার টার সন্ধান পেলাম, একটু ঢু মারতে ভুলবেন না। আশা করি ভাল লাগবে।
http://banglasonglyrics.com/
এপ্রিল 16, 2012 at 3:59 অপরাহ্ন
নতুন একটা সাইট বানিয়েছি। এরপরেই আপনার সাইটটা চোখে পড়ল। নিঃসন্দেহে অনেক সমৃদ্ধ একটা সাইট। তবুও আমারটায় একবার উঁকি মারার অনুরোধ থাকল, ভাল লাগবে আশাকরি। সাহায্য পেলে ভাল লাগবে।
http://banglasonglyrics.com/
মে 9, 2012 at 12:28 অপরাহ্ন
চমত্কার। এমন সাইট দেখি না বড় একটা। বাংলা গান কে বিষয় করে সাইট তৈরি করেছেন দেখে ভাল লাগলো। ভবিষ্যতে বারে বারে এখানে আসব, তেমন আগ্রহ অনুভব করছি। ভাল থাকবেন।
জুন 4, 2012 at 8:40 পুর্বাহ্ন
সাইটটি খুবি ভাল। তবে এর প্রতিটি গানের সাথে অডিও লিঙ্ক অথবা download লিঙ্ক থাকলে আরও ভাল হতো………
জুন 25, 2012 at 8:16 অপরাহ্ন
কোনো প্রকার সমস্যার থেকে বিরত থাকার জন্য সেটা করা হচ্ছে না।
অক্টোবর 3, 2012 at 11:55 পুর্বাহ্ন
আপনাদের এই সাইট টা সত্যি আসাধারণ ।এই সাইট আমাকে পুরোনো দিনের আনেক কথা আর গান গুলোকে মনে করিয়ে দিল ।পুরোনো দিনের সেই গান গুলো আসাধারণ ।আপনারা সত্যি আসাধারণ কাজ করছেন ঐই যুগের গানের কথা গুলো সংরক্ষণ করে ।আমি এই সইট এর সঙ্গে আছি এবং থাকব ।
অক্টোবর 4, 2012 at 4:16 অপরাহ্ন
ধন্যবাদ ভাই
ডিসেম্বর 27, 2012 at 8:17 অপরাহ্ন
দয়া করে “আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার ককিলে” গানের লিরিকস দিবেন।
ডিসেম্বর 28, 2012 at 12:25 অপরাহ্ন
মাথায় রাখবো।
জানুয়ারি 19, 2013 at 5:23 অপরাহ্ন
## সুন্দর ও উপকারি একটি উদ্যোগ।
## আঞ্চলিক গানের জন্য একটি আলাদা সেকশন থাকলে খুশি হতাম . . বিশেষ করে সেই গানগুলো, যেগুলোর লিরিক ( অন্য অঞ্চলের মানুষের ) বুঝতে সমস্যা হয় ।
## আমি এখানে এসেছিলাম “নাতিন বরই খা” (শেফালী ঘোষ) গানটি খুঁজতে, কিন্তু পেলাম না। গানটির লিঙ্ক (লিরিক) কি দেওয়া যায় ?
ধন্যবাদ
ফেব্রুয়ারি 6, 2013 at 6:26 পুর্বাহ্ন
ganer Lyrics Soho Shorolipi Songjukto Korle Upokrito Hobo
মার্চ 13, 2013 at 1:12 পুর্বাহ্ন
gjf
মার্চ 21, 2013 at 1:55 পুর্বাহ্ন
কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই
ভালো থাকবেন
মে 1, 2013 at 2:28 পুর্বাহ্ন
sab gangulor gitikarder nam rakha darkar. anekgulo gan i paschimbanger janaprio gan. ja tollywood er tairi.
জুলাই 7, 2013 at 10:19 অপরাহ্ন
ওরে নিপীড়িত, ওরে ভিত– নজরুলের লেখা সমবায় সঙ্গীত কি ভাবে পেতে পারি
অগাষ্ট 15, 2013 at 10:46 পুর্বাহ্ন
thank you, great site, keep adding. Thanks again.
সেপ্টেম্বর 5, 2013 at 11:35 পুর্বাহ্ন
স্বামী আর স্ত্রী বানাইলো কুন মিস্ত্রি – এটা কার গান ? পুরো lyrics দেয়া যাবে ?
ফেব্রুয়ারি 21, 2014 at 5:08 পুর্বাহ্ন
নজরুল বাংলাগান এর ভুবন এর সংগীত সম্রাট
ফেব্রুয়ারি 21, 2014 at 5:33 পুর্বাহ্ন
নজরুলের কল্পনাশক্তি অসীম,তার প্রতিটি বানী মানষপটে রেখাপাত করে।
মার্চ 14, 2014 at 1:56 পুর্বাহ্ন
সাইটটি খুব ভাল লেগেছে। একটা গান খুঁজছি, ছোটবেলায় শুনেছিলাম, এখন কোথাও পাচ্ছি না। ভারতীয় বাংলা – শিল্পী বোধ হয় প্রতিমা, আরতি, অরুন্ধতী বা অন্য কেউ হবেন। গানের শুরুটা এরকম: শাম বিনা আর রাধা বিনা শাম, নাই কোন দাম, হায় তবু বদনাম…
জুলাই 3, 2014 at 5:39 পুর্বাহ্ন
Jhum Jhum Jhum Bristi Ki Ona Sristi by kumar biswajit…er lyric ta Kothao pacchina..kindly ektu dite parben plz? Amr FACEBOOK name Artless nur..ei Profile e inbox korle khub khushi hobo…
https://m.facebook.com/prince.nur.526?ref_component=mbasic_home_header&ref_page=MSocialReportController
eta amr profile link…plz
মার্চ 6, 2015 at 4:39 পুর্বাহ্ন
বেশ ভাল হয়েছে
মার্চ 26, 2015 at 11:21 পুর্বাহ্ন
আমি একজন সাধারণ মানুস, আমি কয়েকটা গান দিতেচাই বাংলা ছবিতে! 1.এইপ্রেমের কাহিনি শুধুহ চখেরপানি.2.দয়া কর দয়াল আমি তোমার দয়ার ভিখারি,.3.মায়াবী দেখতে তুমি অপরুপা আমি যানি..ইত্যাদি 01833061376
অগাষ্ট 31, 2015 at 1:18 পুর্বাহ্ন
”ছয়টি ঋতু মায়ায় ভরা আমার সোনার দেশ, এত দেখি তবু দেখার হয়না কভু শেষ” এই গানটি কি আপনাদের কাছে আছে?
অক্টোবর 28, 2015 at 9:53 পুর্বাহ্ন
আপনাদের এ প্রয়াস অসাধারণ। আধুনিক গানের সংকলন বইয়ের তালিকা প্রকাশ করতে পারেন এখানে।
নভেম্বর 23, 2015 at 10:24 অপরাহ্ন
শিকল পরা বাধনকে মোর করব মোরা জয় বলতে কবি কি বুঝিয়েছেন