এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।
দিকে দিকে বাজল যখন
শেকল ভাঙার গান
আমি তখন চোরের মত
হুজুর হুজুর করায় রত।
চাচা আপন বাঁচা বলে
বাঁচিয়েছি প্রাণ
আসলে ভাই একা একা
বাঁচার নামে আছি মরে
এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।।
Advertisements
অগাষ্ট 21, 2012
এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।
দিকে দিকে বাজল যখন
শেকল ভাঙার গান
আমি তখন চোরের মত
হুজুর হুজুর করায় রত।
চাচা আপন বাঁচা বলে
বাঁচিয়েছি প্রাণ
আসলে ভাই একা একা
বাঁচার নামে আছি মরে
এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।।
ডিসেম্বর 8, 2012 at 1:38 অপরাহ্ন
গানটি পেলাম খুঁজে খুঁজে। উফ কি যে ভালো লাগছে!