অনেক কথা বলার মাঝে
লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারি সেই কথাটি
তাই এ মুখর ব্যাকুলতা।।
সেই কথাটি ঢাকার ছলে
অনেক কথা যাই গো ব’লে
ভাসি আমি নয়ন-জলে
বল্তে গিয়ে সেই বারতা।।
অবকাশ দেবে কবে
কবে সাহস পাব প্রাণে
লজ্জা ভুলে সেই কথাটি
বল্ব তোমায় কানে কানে।
মনের বনে অনুরাগে
কত কথার মুকুল জাগে
সেই মুকুলে বুকে জাগাও
ফুটে উঠার ব্যাকুলতা।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can’t read it, click here}
Advertisements
জুলাই 19, 2009 at 3:50 অপরাহ্ন
[…] অ অকূল তুফানে নাইয়া অনাদি কাল হতে অনেক কথা বলার মাঝে অঞ্জলি লহ মোর অন্তবিহীন পথ চলাই অশ্রু […]