বঙ্গ আমার জননী আমার
ধাত্রী আমার, আমার দেশ
কেন গো মা তোর শুষ্ক নয়ন?
কেন গো মা তোর রুক্ষ কেশ?
কেন গো মা তোর ধূলায় আসন?
কেন গো মা তোর মলিন বেশ?
শত কোটি সন্তান যার
ডাকে উপচে আমার দেশ।
কিসের দুঃখ, কিসের দৈন্য,
কিসের লজ্জা, কিসের ক্লেশ?
শত কোটি মিলিত কন্ঠে
ডাকে যখন আমার দেশ।।
উদিল যেখানে বৌদ্ধ আত্মা
মুক্ত করিতে মোক্ষ দ্বার,
আজিও জুড়িয়া অর্ধ জগৎ
ভক্তি প্রণতঃ চরণে যার।
অশোক যাহার কীর্তি ছায়িল
গান্ধার হতে জলধি শেষ
তুই কিনা মা গো তাদের জননী?
তুই কিনা মা গো তাদের দেশ।।
একদা যাহার বিজয় সেনানী
হেলায় লঙ্কা করিল জয়
একদা যাহার অর্ণবপোত
ভ্রমিল ভারত সাগরময়।
সন্তান যার ত্বিব্বততীর
জাপানে গঠিল উপনীদেশ
তার কি না ধুলায় আসন,
তার কি না এই চ্ছিন বেশ?
উদিল যেখানে মোরজ মন্ত্রে
নিমাই কন্ঠে মধুর ও তান
ন্যায়ের বিধান দিল রঘুমনি,
চন্ডীদাস ও গাইল গান
যুদ্ধ করিল প্রতাপাদিত্য
তুই কিনা সেই ধন্য দেশ,
ধন্য আমরা যদি এ শিরায়
রহে যদি তাদের রক্ত লেশ।।
যদিও মা তোর দিব্য আলোকে
ঘিরে আছে আজ আঁধার ঘোর
কেটে যাবে মেঘ নবীন গরিমা
মাতিবে আবার ললাটে তোর।
আমরা ঘুচাবো মা তোর কালিমা
মানুষ আমরা, নহি তো মেষ
দেবী আমার, সাধনা আমার
স্বর্গ আমার, আমার দেশ।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can’t read it, click here}
জুলাই 19, 2009 at 4:52 অপরাহ্ন
[…] | Tags: অনির্দিষ্ট | Leave a Comment ব বউ কথা কও বঙ্গ আমার জননী বসে আছি পথ চেয়ে বড় আশা করে বড় সাধ […]
ডিসেম্বর 12, 2012 at 2:37 পুর্বাহ্ন
দ্বিতীয় লাইনে “ধাত্রী আমার” — “ভাতৃ আমার” নয়
ডিসেম্বর 21, 2012 at 3:55 অপরাহ্ন
শুধরে দেয়া হলো।
মার্চ 7, 2014 at 11:41 অপরাহ্ন
”উদিল
যেখানে মোরজ
মন্ত্রে নিমাই
কন্ঠে মধুর ও তান।
ন্যায়ের বিধান দিল
রঘুমনি, চন্ডীদাস ও
গাইল গান। যুদ্ধ করিল
প্রতাপাদিত্য তুই
কিনা সেই ধন্য
দেশ ,ধন্য আমরা যদি এ
শিরায়
রহে যদি তাদের রক্ত
লেশ।” এই প্যারাটা মিসিং কেন? এখানে হিন্দু সংস্কৃতির জয়গান আছে তাই কি ছেটে ফেলা? খুবই লজ্জার বিষয়।
অগাষ্ট 25, 2014 at 1:15 অপরাহ্ন
আমাদের সোর্সের ভুল ছিলো। ঠিক করে দেয়া হয়েছে।